করম পুজো ঘিরে জামালপুরে আনন্দে উদ্বেল আদিবাসী সম্প্রদায়
অতনু হাজরা, জামালপুর : করোনা আবহে সর্বত্রই পালিত হচ্ছে আদিবাসীদের অন্যতম প্রধান উৎসব করম পুজো। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ইলসরা গ্রামে অনুষ্ঠিত হয় কর্ম পুজো। আদিবাসী সম্প্রদায়ের ব্লকের সভাপতি তারক নাথ টুডু বলেন শনিবার রাত থেকেই তাঁদের এই পুজো শুরু করেছেন তাঁদের যারা মাতব্বর বা প্রধান আছেন তাঁরা। সারারাত পুজো হয়েছে আজ বিকালে তাঁদের ঠাকুর বিসর্জন হয়। পুজোর সাথে সাথে চলছে তাঁদের বিশেষ নৃত্য।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম, মেজবাবু সুব্রত মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, আদিবাসী সমাজের ব্লকের সভাপতি তারক নাথ টুডু সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন উৎসব আজ হারিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে জামালপুরে আদিবাসী সমাজের মানুষেরা এই অনুষ্ঠানের আয়োজন করে তাঁদের তিনি ধন্যবাদ জানান।তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান এই আদিবাসী ভাই বোনেরা সমাজের মূল স্রোতে আসুক তাই তিনি তাদের নানা রকম ভাবে সাহায্যের ব্যবস্থা করেছেন।
আজ তিনি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাঁদের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম করম পুজো আয়োজনকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে এই করোনা পরিস্থিতিতে সকলকে মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেন।আজকের দিনটিতে আদিবাসী সমাজের সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারকবাবু।