ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মুসলিম সমাজের কাছে একটি অন্যতম পবিত্র উৎসব হলো মহরম। ইসলামিক পঞ্জিকা অনুসারে এটি হলো প্রথম মাস।আগামী রবিবার আছে এই পবিত্র উৎসব। কিন্তু বর্তমানে গোটা বিশ্বের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এই করোনা আবহেই পালন করা হবে এই উৎসব। যেকোনো সামাজিক অনুষ্ঠান বা উৎসব পালনে রয়েছে নানা সরকারি বিধি নিষেধ। যাতে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই কারণেই ২৫ জনের বেশি জমায়েত বা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন মহরম উৎসবে অতিমারীর সময় যাতে কোনো ভাবে বেশি জমায়েত বা লোকসমাগম না হয় তাই সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড।ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে চেয়ার পার্সন বিচারপতি মোহাম্মদ আবদুল গনি সাহেব সকলের কাছে আবেদন রাখেন সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মহরম উৎসব পালন করার সময় যেন অবশ্যই সব রকম সরকারি নির্দেশ মান্য করে চলেন। মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এই সকল নির্দেশ সকলে যেন অক্ষরে অক্ষরে পালন করেন।তিনি সকলকে উদ্যেশ্যে বলেন সকলে যেন করোনা মুক্ত বিশ্বের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।