Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহরম নিয়ে বিশেষ আবেদন রাখলো ওয়াকফ বোর্ড


মহরম নিয়ে বিশেষ আবেদন রাখলো ওয়াকফ বোর্ড


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মুসলিম সমাজের কাছে একটি অন্যতম পবিত্র উৎসব হলো মহরম। ইসলামিক পঞ্জিকা অনুসারে এটি হলো প্রথম মাস।আগামী রবিবার আছে এই পবিত্র উৎসব। কিন্তু বর্তমানে গোটা বিশ্বের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এই করোনা আবহেই পালন করা হবে এই উৎসব। যেকোনো সামাজিক অনুষ্ঠান বা উৎসব পালনে রয়েছে নানা সরকারি বিধি নিষেধ। যাতে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই কারণেই ২৫ জনের বেশি জমায়েত বা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন মহরম উৎসবে অতিমারীর সময় যাতে কোনো ভাবে বেশি জমায়েত বা লোকসমাগম না হয় তাই সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড।ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে চেয়ার পার্সন বিচারপতি মোহাম্মদ আবদুল গনি সাহেব সকলের কাছে আবেদন রাখেন সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মহরম উৎসব পালন করার সময় যেন অবশ্যই সব রকম সরকারি নির্দেশ মান্য করে চলেন। মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এই সকল নির্দেশ সকলে যেন অক্ষরে অক্ষরে পালন করেন।তিনি সকলকে উদ্যেশ্যে বলেন সকলে যেন করোনা মুক্ত বিশ্বের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।