Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

এস ইউ সি আই সি'র প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের স্মরণানুষ্ঠান



এস ইউ সি আই সি'র প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের স্মরণানুষ্ঠান


ডেস্ক রিপোর্ট : এস ইউ সি আই সি দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৪৫ তম স্মরণ  দিবস পালিত হলো আজ। এদিন সারা রাজ্যের সাথে  দুর্গাপুরের বেনাচিতিতে  অবস্থিত এস ইউ সি আই সি'র পশ্চিম বর্ধমান জেলা  দপ্তরে পতাকা উত্তোলন ও শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে তাঁকে স্মরণ করে দলীয় নেতৃত্ব। বুধবারের কর্মসূচী  লকডাউন প্রোটোকল এবং স্বাস্থ্যবিধি মেনে ভোর ছ'টার আগে পালন করা হয়।



এসইউসিআইসি'র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ ব্যানার্জী জানান, জেলা কার্যালয়ের পাশাপাশি কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে ও এলাকার বিভিন্ন আঞ্চলিক অফিসে এই স্মরণ দিবস পালিত হয়।