Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান


 

বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান


নিজস্ব সংবাদদাতা, আউসগ্রাম : আউসগ্রাম ২ নম্বর ব্লকের দেবশালা গ্রাম পঞ্চায়েতের জঙ্গলমহলের রাঙাখোলা ও তালাং গ্রামে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অনেকে। শনিবার দুপুরে এলাকার ৫০টি পরিবারের বিজেপি এবং সিপিএম কর্মীরা এদিন দল ত্যাগ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে এদিন অঞ্চল পর্যবেক্ষক সেখ আব্দুল লালন এর উদ্যোগে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। তাদের আরও দাবি আগামীতে পূর্ব বর্ধমানের আউসগ্রামে আরও বিভিন্ন দলের কর্মীরা বাংলার গর্ব মমতার আহ্বানে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।

একদম ১৮ থেকে ৪৮ বছর বয়সী তরুণরাই শনিবারের অনুষ্ঠানে যোগদান করেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন আউসগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 



ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ এদিনের সভায় তার বক্তব্যে বলেন, "আগামীতে দল আরও শক্তিশালী হবে। আরও বহু মানুষ আমাদের দলে আসবেন, উন্নয়নের শরিক হতে।" সকলকেই স্বাগত জানান তিনি।

আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী বলেন,"আমাদের ভুলভ্রান্তিতে কেউ কেউ আমাদের থেকে দূরে সরে গেছে। দলের উপর কেউ নয়। মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলে, আপনি ছোট হবেন না। আপনি দলের স্বার্থে মানুষের কাছে যান। মানুষের স্বার্থ আগে দেখতে হবে। প্রয়োজনে বার বার মানুষের কাছে যেতে হবে। "দলের এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে সভা শেষ করেন সেখ আব্দুল লালন।