Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা আবহে জয়দেব কেন্দুলিতে বৃক্ষরোপণ


 

করোনা আবহে জয়দেব কেন্দুলিতে বৃক্ষরোপণ 


নিজস্ব সংবাদদাতা, জয়দেব : বীরভূম বনবিভাগের উদ্যোগে অজয় লাগোয়া বাউল তীর্থক্ষেত্র জয়দেব কেন্দুলির রামপুর এ শ্যামসখা আশ্রম সংলগ্ন জমিতে বৃক্ষরোপণ করা হয়। জয়দেব প্রকৃতি উদ্যান এর ব্যবস্থাপনায় শনিবার এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়। সমস্ত দেশীয় যেমন সেগুন, শাল, শিশু, আমলকী প্রভৃতি বৃক্ষের চারা রোপণ করা হয়। কমপক্ষে ছ'হাজার চারাগাছ রোপণ করা হয়েছে। 


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বনদপ্তরের আধিকারিক, বোলপুরের রেঞ্জ অফিসার, ইলামবাজার বীট অফিসাররা। এছাড়াও এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুলীর জয়দেবের বাউল সম্প্রদায় ও এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও।


বৃক্ষরোপণ করা হয় বাউল গান গেয়ে। জয়দেবের স্বনামধন্য লক্ষণদাস বাউল এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে গান গেয়ে বৃক্ষরোপণ করেন। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জয়দেবের শ্যামসখা আখড়া ও জয়দেব প্রকৃতি উদ্যান।