Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা আবহে জয়দেব কেন্দুলিতে বৃক্ষরোপণ


 

করোনা আবহে জয়দেব কেন্দুলিতে বৃক্ষরোপণ 


নিজস্ব সংবাদদাতা, জয়দেব : বীরভূম বনবিভাগের উদ্যোগে অজয় লাগোয়া বাউল তীর্থক্ষেত্র জয়দেব কেন্দুলির রামপুর এ শ্যামসখা আশ্রম সংলগ্ন জমিতে বৃক্ষরোপণ করা হয়। জয়দেব প্রকৃতি উদ্যান এর ব্যবস্থাপনায় শনিবার এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়। সমস্ত দেশীয় যেমন সেগুন, শাল, শিশু, আমলকী প্রভৃতি বৃক্ষের চারা রোপণ করা হয়। কমপক্ষে ছ'হাজার চারাগাছ রোপণ করা হয়েছে। 


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বনদপ্তরের আধিকারিক, বোলপুরের রেঞ্জ অফিসার, ইলামবাজার বীট অফিসাররা। এছাড়াও এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুলীর জয়দেবের বাউল সম্প্রদায় ও এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও।


বৃক্ষরোপণ করা হয় বাউল গান গেয়ে। জয়দেবের স্বনামধন্য লক্ষণদাস বাউল এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে গান গেয়ে বৃক্ষরোপণ করেন। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জয়দেবের শ্যামসখা আখড়া ও জয়দেব প্রকৃতি উদ্যান।