Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

করোনা আবহে জয়দেব কেন্দুলিতে বৃক্ষরোপণ


 

করোনা আবহে জয়দেব কেন্দুলিতে বৃক্ষরোপণ 


নিজস্ব সংবাদদাতা, জয়দেব : বীরভূম বনবিভাগের উদ্যোগে অজয় লাগোয়া বাউল তীর্থক্ষেত্র জয়দেব কেন্দুলির রামপুর এ শ্যামসখা আশ্রম সংলগ্ন জমিতে বৃক্ষরোপণ করা হয়। জয়দেব প্রকৃতি উদ্যান এর ব্যবস্থাপনায় শনিবার এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়। সমস্ত দেশীয় যেমন সেগুন, শাল, শিশু, আমলকী প্রভৃতি বৃক্ষের চারা রোপণ করা হয়। কমপক্ষে ছ'হাজার চারাগাছ রোপণ করা হয়েছে। 


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বনদপ্তরের আধিকারিক, বোলপুরের রেঞ্জ অফিসার, ইলামবাজার বীট অফিসাররা। এছাড়াও এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুলীর জয়দেবের বাউল সম্প্রদায় ও এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও।


বৃক্ষরোপণ করা হয় বাউল গান গেয়ে। জয়দেবের স্বনামধন্য লক্ষণদাস বাউল এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে গান গেয়ে বৃক্ষরোপণ করেন। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জয়দেবের শ্যামসখা আখড়া ও জয়দেব প্রকৃতি উদ্যান।