Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে স্বাধীনতা দিবসে বিজেপি'র বৃক্ষরোপন কর্মসূচি

 

জামালপুরে স্বাধীনতা দিবসে বিজেপি'র বৃক্ষরোপন কর্মসূচি


অতনু হাজরা, জামালপুর : ৭৪ তম স্বাধীনতা দিবসে জামালপুর ব্লক বিজেপি'র পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। শনিবার জামালপুর ব্লক বিজেপি পার্টি অফিসে এই কর্মসূচির সূচনা করেন জেলার অন্যতম সম্পাদক শ্যামল রায়। উপস্থিত ছিলেন অপর সাধারণ সম্পাদক তথা ব্লকের নেতা রামকৃষ্ণ চক্রবর্তী সহ ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ।


 জামালপুর থেকে তাঁরা চলে যান রায়না ব্লকে সেখানে প্রখ্যাত বীর বিপ্লবী তথা আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুর জন্মস্থানে যান। সেখানে গিয়ে এই মহান বিপ্লবীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁকে যথাযত সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেন তাঁরা। আজকের দিনে এই মহান বিপ্লবীর প্রতি সম্মান জানাতে পেরে তাঁরা গর্বিত এই মন্তব্য করেন বিজেপি নেতৃত্ব।