ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর জীবনাবসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আজ সোমবার দিল্লির সেনা হাসপাতালে তার মৃত্যু হয়। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। জানাগেছে তিনি ১০ আগস্ট থেকেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তির পর থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। আজ সকাল থেকে তাঁর অবস্থার অবনতি হয়। প্রনবাবুর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রনব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন।
বিস্তারিত খবর আসছে
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর প্রয়াণে ৭ দিনের রাষ্টীয় শোক, আগামীকাল পশ্চিমবঙ্গে সরকারি ও আধাসরকারি অফিসে ছুটি | https://www.sangbadprabhati.com/2020/08/blog-post_44.html?m=1