মেমারির শশীনাড়া ও কৃষ্ণপুর গ্রামের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ তিনজন দুঃস্থ ও মেধাবী ছাত্রকে শুভেচ্ছা ও অনুদান প্রদান
সেখ সামসুদ্দিন : হুগলীর বাঁশবেড়িয়া শ্রীবিবেকানন্দ সেবা সংঘ-এর পক্ষ থেকে বাগিলা অঞ্চলের দুঃস্থ পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ তিন কৃতী ছাত্রকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আর্থিক অনুদান তুলে দেয় রবিবার। শশীনাড়া গ্রামের ভ্যান চালকের ছেলে সোমেশ্বর দাস মাধ্যমিকে ৬৭৭ নম্বর, শশীনাড়া গ্রামের পিতৃহারা ভূমিহীন পরিবারের ছেলে সুদীপ্ত দাস উচ্চ মাধ্যমিকে ৪৮২ নম্বর এবং কৃষ্ণপুরের অয়ন ব্যানার্জী মাধ্যমিকে ৬১১ নম্বর পেয়ে গ্রামের মুখ উজ্জ্বল করেছে। এই অয়ন ব্যানার্জী পঙ্গুত্বের দিকে এগিয়ে চলা অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার কারণে পড়াশোনার স্বপ্ন ত্যাগ করে একটি দোকানে কাজে যোগ দিয়েছিল।
এলাকার এক প্রাতিষ্ঠানিক শিক্ষক রামকৃষ্ণ কুন্ডু বিষয়টি এলাকার কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করেন এবং সচেষ্ট হন যে কোন প্রকারে ছেলেটিকে পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে। আজ তার প্রচেষ্টায় এলাকার কিছু গুনী শিক্ষক সত্যনারায়ণ পাত্র, চিন্ময়বাবু সহ বিবেকানন্দ সেবা সংঘের সদস্যদের সহযোগিতার হাত পেয়ে অয়ন ব্যানার্জী বাবার চিকিৎসা খরচ, পড়াশোনার খরচ সহ পারিবারিক সহায়তার আশ্বাস পেয়ে নতুন করে এগারো ক্লাসে ভর্তি হয়ে বড় হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে। এদিনের সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শশীনাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও বাগিলা গ্রাম পঞ্চায়েত সদস্য ছবি ব্যানার্জী, শশীনাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবশঙ্কর পাল, গ্রামের প্রবীণ নাগরিক বিবেকানন্দ সেবা সংঘের সদস্য প্রফুল্ল কর্মকার সহ সঞ্জয় ঘোষাল, বিশ্বজিৎ দে, রাজাদা প্রমুখ সদস্যবৃন্দ। সকলেই ছেলে তিনটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।