Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু, ঘাতক গাড়িটিকে খুঁজছে পুলিশ

 

মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু, ঘাতক গাড়িটিকে খুঁজছে পুলিশ


নিজস্ব সংবাদদাতা, আউশগ্রাম : আউশগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। আহত আরও ১ জন। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম সঞ্জয় মাজি (৩৩) ও সুরজিৎ মাজি (৩)। গুরুত্বর জখম সুমন বাগ। আউশগ্রাম দুই নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের গোয়ালারা গ্রামের বাসিন্দা।মঙ্গলবার বেলা ভর দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা ইলামবাজার রাস্তায় ছোঁড়া চন্ডিতলা মোড়ের কাছে।স্থানীয়সূত্রে জানা যায় সঞ্জয় মাজি ও ছেলে সুরজিৎ কে নিয়ে বাড়ি থেকে ভাইপো সুমন বাগের বাইকে চড়ে ছোঁড়া হাটতলায় একটি বেসরকারি ব্যাঙ্কের লোনের কিস্তির টাকা জমা করে বাড়ি ফেরার সময় ছোঁড়া চন্ডিতলা মোড়ের কাছে পিছন থেকে একটি চারচাকা গাড়ি সজোরে বাইকের পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাইক থেকে ছিটকে পরে গুরুত্বর জখম হয় তিন জন।


 স্থানীয়রা তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে বন নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় ও সুরজিৎ কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সুমন বাগ। এদিন হাসপাতালে ছেলে ও স্বামীর মৃতদেহ আকড়ে কান্নায় ভেঙে পড়েন ললিতা মাজি ও তার শাশুড়ি। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠানো হয়েছে।