চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

সুপ্রিমকোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণের উপর আদালত অবমাননার রায় প্রত্যাহারের দাবিতে আন্দোলন

 

সুপ্রিমকোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণের উপর আদালত অবমাননার রায় প্রত্যাহারের দাবিতে আন্দোলন


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণের উপর আদালত অবমাননার রায় প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে আইনজীবীরা আন্দোলনে নেমেছেন। লিগাল সার্ভিস সেন্টার দুর্গাপুর শাখার পক্ষ থেকে আইনজীবীরা দুর্গাপুর কোর্টের সামনে সোমবার প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়।


   লিগাল সার্ভিস সেন্টার দুর্গাপুর শাখার পক্ষ থেকে আইনজীবী সোমনাথ ব্যানার্জি এক প্রেস বিবৃতিতে বলেছেন, 'আমরা প্রবীণ আইনজীবী ও সামাজিক কর্মী প্রশান্ত ভূষণের উপর সম্প্রতি মহামান্য সুপ্রীম কোর্ট কর্তৃক ক্রিমিনাল কনটেম্পট করে তাকে দোষী সাব্যস্ত করায় গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি সুয়োমোটো মামলা গ্রহণ করে অতি দ্রুততায় তার শুনানি করে প্রশান্ত ভুষন কে দোষী সাব্যস্ত করার ফলে শুধু গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হয়নি, সাথে সাথে বিচার বিভাগীয় অতি সক্রিয়তাও প্রকাশ পেয়েছে। অথচ লক্ষ লক্ষ মামলা নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিমকোর্টে বিচারাধীন অবস্থায় পড়ে আছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষন একজন সৎ ও নির্ভীক আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত, এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিনিয়ত তিনি প্রতিবাদের কণ্ঠকে ঊর্ধ্বে তুলে ধরেছেন। আমরা মনে করি বর্ষিয়ান আইনজীবী প্রশান্ত ভূষণের উপর আদালত অবমাননার রায় প্রত্যাহার করে তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হোক।'

 এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন আইনজীবী সোমনাথ ব্যানার্জি, আইনজীবী সৌমেন তালুকদার, আইনজীবী ললিত রায় প্রমুখ।