সালিমডাঙ্গার সব্জি বাজার নিয়ে কড়া জামালপুর ব্লক প্রশাসন
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সালিমডাঙ্গায় আছে একটি পাইকারি সবজি বাজার। যেখানে প্রতিদিন পার্শ্ববর্তী জেলা এমনকি পার্শ্ববর্তী রাজ্য থেকেও এখানে সবজি কিনতে গাড়ি আসে। এখন এই করোনা পরিস্থিতিতে সেখানে পাইকারি বাজারে ব্লক ও পুলিশ প্রশাসন থেকে বার বার বাজারের ব্যবসাদারদের বা ক্রেতাদের সচেতন করা হলেও সেখানে নিয়মিত সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে বার বার প্রশাসনের কাছে অভিযোগ আসে। সেই কারণেই আজ জামালপুর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জামালপুর ব্লক অফিসে ওই পাইকারি বাজারের ব্যবসাদারদের নিয়ে একটি বৈঠক করা হয়। ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার, থানার ওসি অরুণ কুমার সোম। সেখানে পরিষ্কার করে তাদের জানিয়ে দেওয়া হয় সঠিক ভাবে সরকারি নিয়ম মেনেই তাদের ব্যবসা করতে হবে। প্রশাসনের সঙ্গে আলোচনার পর ব্যবসাদাররা প্রশাসনকে সাহায্য করার আশ্বাস দিয়ে যান।