Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানে স্বাধীনতা দিবস উদযাপন ও কোভিড যোদ্ধাদের সম্বর্ধনাজ্ঞাপন

 

পূর্ব বর্ধমানে স্বাধীনতা দিবস উদযাপন ও কোভিড যোদ্ধাদের সম্বর্ধনাজ্ঞাপন


 জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে কোভিড যোদ্ধাদের সম্বর্ধনাজ্ঞাপন করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শনিবার সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক বিজয় ভারতী। জেলা পুলিশ ব্যান্ডের টিম জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন জেলা শাসক বিজয় ভারতী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী, অতিরিক্ত জেলা শাসক রজত নন্দা, অতিরিক্ত জেলা শাসক হুমায়ূন বিশ্বাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রনব রায়, বর্ধমান সদর মহকুমা শাসক (উত্তর) পুস্পেন্দু সরকার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্ত্তী। 



জেলা শাসক বিজয় ভারতী বক্তব্য রাখতে গিয়ে করোনা আবহ এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। করোনা সংকটে এবছর অনুষ্ঠানের পরিধি ছিল সীমাবদ্ধ। স্বাস্থ্য বিধি মেনেই সমগ্র অনুষ্ঠানটি হয়।


এদিনের অনুষ্ঠানে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্বর্ধনাজ্ঞাপন করা হয়। করোনা যোদ্ধারা উপস্থিত হয়ে জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের হাত থেকে সম্বর্ধনা গ্রহন করেন। সম্বর্ধনা প্রাপকরা হলেন কালনা মহকুমা হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান সুমন্ত মুখার্জী, মহঃ লুৎফর রহমান, জামালপুরের মেডিকেল টেকনিশিয়ান বুদ্ধদেব দত্ত, মেমারি ১ এর স্ক্যাভেনজার মলিনা নায়েক, জামালপুরের এস এন মাধবী দাস, তপতী সিনহা, সুইপার বিক্রম রাজবংশী, এইচ এফ প্রিয়াঙ্কা মিত্র, জিডিএ সেখ সুজলা, কালনা মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ উজ্জ্বল কুমার রায়, ডাঃ মনোজ কুমার বিশ্বাস, জিডিএ কাশীনাথ ব্যানার্জী, পার্থ কুন্ডু, কালনা ১ ব্লকের আশাকর্মী সুজাতা ভৌমিক,


রায়না ২ এর মেডিকেল অফিসার ডাঃ পম্পা বনিক, কাটোয়া মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুদীপ্ত চট্টোপাধ্যায়, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়শ্রী হাঁসদা, এস এন মৌসুমী গড়াই, স্বেতা নিয়োগী, হাউসস্টাফ ডাঃ সর্বজিৎ মন্ডল, ইন্টার্ন ডাঃ শা আলম, পিজিটি ডাঃ অমিত সরকার, দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ দীপঙ্কর দোলাই, ভেদিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ অভিনব চৌধুরী, চকদিঘী স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ উৎপল ভুঁইয়া। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড যোদ্ধাদের হাতে রৌপ্য পদক, শংসাপত্র, পুস্পস্তবক তুলে দেওয়া হয়। কোভিড যোদ্ধারাও তাদের কাজের প্রশাসনিক স্বীকৃতি পেয়ে খুশি।