Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পূর্ব বর্ধমানে স্বাধীনতা দিবস উদযাপন ও কোভিড যোদ্ধাদের সম্বর্ধনাজ্ঞাপন

 

পূর্ব বর্ধমানে স্বাধীনতা দিবস উদযাপন ও কোভিড যোদ্ধাদের সম্বর্ধনাজ্ঞাপন


 জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে কোভিড যোদ্ধাদের সম্বর্ধনাজ্ঞাপন করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শনিবার সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক বিজয় ভারতী। জেলা পুলিশ ব্যান্ডের টিম জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন জেলা শাসক বিজয় ভারতী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী, অতিরিক্ত জেলা শাসক রজত নন্দা, অতিরিক্ত জেলা শাসক হুমায়ূন বিশ্বাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রনব রায়, বর্ধমান সদর মহকুমা শাসক (উত্তর) পুস্পেন্দু সরকার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্ত্তী। 



জেলা শাসক বিজয় ভারতী বক্তব্য রাখতে গিয়ে করোনা আবহ এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। করোনা সংকটে এবছর অনুষ্ঠানের পরিধি ছিল সীমাবদ্ধ। স্বাস্থ্য বিধি মেনেই সমগ্র অনুষ্ঠানটি হয়।


এদিনের অনুষ্ঠানে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্বর্ধনাজ্ঞাপন করা হয়। করোনা যোদ্ধারা উপস্থিত হয়ে জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের হাত থেকে সম্বর্ধনা গ্রহন করেন। সম্বর্ধনা প্রাপকরা হলেন কালনা মহকুমা হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান সুমন্ত মুখার্জী, মহঃ লুৎফর রহমান, জামালপুরের মেডিকেল টেকনিশিয়ান বুদ্ধদেব দত্ত, মেমারি ১ এর স্ক্যাভেনজার মলিনা নায়েক, জামালপুরের এস এন মাধবী দাস, তপতী সিনহা, সুইপার বিক্রম রাজবংশী, এইচ এফ প্রিয়াঙ্কা মিত্র, জিডিএ সেখ সুজলা, কালনা মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ উজ্জ্বল কুমার রায়, ডাঃ মনোজ কুমার বিশ্বাস, জিডিএ কাশীনাথ ব্যানার্জী, পার্থ কুন্ডু, কালনা ১ ব্লকের আশাকর্মী সুজাতা ভৌমিক,


রায়না ২ এর মেডিকেল অফিসার ডাঃ পম্পা বনিক, কাটোয়া মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুদীপ্ত চট্টোপাধ্যায়, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়শ্রী হাঁসদা, এস এন মৌসুমী গড়াই, স্বেতা নিয়োগী, হাউসস্টাফ ডাঃ সর্বজিৎ মন্ডল, ইন্টার্ন ডাঃ শা আলম, পিজিটি ডাঃ অমিত সরকার, দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ দীপঙ্কর দোলাই, ভেদিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ অভিনব চৌধুরী, চকদিঘী স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ উৎপল ভুঁইয়া। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড যোদ্ধাদের হাতে রৌপ্য পদক, শংসাপত্র, পুস্পস্তবক তুলে দেওয়া হয়। কোভিড যোদ্ধারাও তাদের কাজের প্রশাসনিক স্বীকৃতি পেয়ে খুশি।