একজন শিশু সহ আবারও জামালপুরে করোনায় আক্রান্ত ৮ জন
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আবারও করোনায় আক্রান্ত হলেন ৮ জন। যার মধ্যে একই পরিবারের মা ও তার ১০ মাসের শিশু সন্তানও রয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আনন্দ মোহন গড়াই জানাচ্ছেন জামালপুরের কোরায় ২ জন, বাদপুরে ২ জন, উত্তর শুঁড়ে ২ জন এবং পারুল ও জামালপুর বকুলতলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এরা সকলেই উপসর্গহীন বলে তিনি জানান। তিনি আরো জানান এর মধ্যে বাদপুরের শিশুটিকে মা সহ কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে এবং বাকিদের হোম আইসোলেশনে রাখা হবে। পরে যদি উপসর্গ দেখা যায় তাহলে তাদের কোভিড হাসপাতালে পাঠানো হবে বলে জানান।প্রত্যেকের বাড়িতেই পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা পৌঁছে গেছেন।