চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

মেমারিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

 

মেমারিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন


সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ‍্যোগে মেমারি নতুন বাস স্ট‍্যান্ডে রবিবার পুজোর মধ্যে দিয়ে ছোট্ট অনুষ্ঠান করা হয়। এদিন বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি মহাদেব টুডু, সম্পাদক সনাতন হেমব্রম সহ নয়ন সরেন, সুরেশ টুডু, সমরেশ হেমব্রম, জেলা পরিষদের প্রাক্তন সদস‍্য বিমল সরেন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও বতর্মান সদস‍্য পাটোয়ারী মান্ডি, টিডিএস সম্পাদক সরকার মান্ডি, টিডিও সম্পাদক প্রশান্ত সরেন, মাঝি হাপন অর্গানাইজেশনের মহেশ্বর মুর্মু, বিকাশ পরিষদের সহসভাপতি শান্তি রঞ্জন মান্ডি ও রামকৃষ্ণ হেমব্রম, আসেকার সমর কিস্কু ও সমর হাসদা ও দুই পুরোহিত যতীন মান্ডি ও ভব সরেন সহ বিশিষ্ট ব‍্যক্তি বর্গ। এখানে শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালন, দেবতার পুজো, আশীর্বাদ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়। 

এরইমধ‍্যে উপস্থিত হন মেমারি থানার সাব ইন্সপেক্টর জয়দেব দে। তিনিও শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করেন। এবং এখান থেকে কয়েকজন প্রতিনিধিকে নিয়ে পুলিশের গাড়িতে কালনার আটঘরিয়ায় অনুষ্ঠিত পূর্ব বর্ধমান জেলা আদিবাসী উৎসবের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।