৪ দিনে দ্বিতীয়বার স্যানিটাইজ করা হলো জামালপুর
হাসপাতাল ও থানা
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে গত কালই ৩৯ জন করোনায় আক্রান্ত হন। যার মধ্যে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও চকদিঘি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাও আছেন সেই তালিকায়। তাই ২৯ জুলাইয়ের পর আজ আবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, চকদিঘি স্বাস্থ্য কেন্দ্র ও জামালপুর থানা পুরো স্যানিটাইজ করা হলো। দমকলের একটি ইঞ্জিন এই তিনটি জায়গা পুরো স্যানিটাইজ করে।