জামালপুরে আবার একজনের করোনা পজিটিভ,
এলাকা পরিদর্শনে ব্লক প্রশাসনের কর্তারা
অতনু হাজরা, জামালপুর : আবার একজন করোনায় আক্রান্ত পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুরের হালারা গ্রামের ৪৭ বছর বয়স্ক এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আনন্দ মোহন গড়াই জানান, গত ১৭ ই জুলাই ভোর তিনটার সময় জামালপুর হাসপাতালে বুকে ও পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দেখাতে আসেন। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তার কোভিড টেস্ট করানো হয়। আজ রিপোর্ট পজিটিভ আসে। সাথে সাথে তার বাড়িতে পৌঁছে যান জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার,থানার ওসি অরুন কুমার সোম, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক আনন্দ মোহন গড়াই সহ অন্যান্যরা। করোনা আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য ক্যামরি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।