Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে আবার একজনের করোনা পজিটিভ, এলাকা পরিদর্শনে ব্লক প্রশাসনের কর্তারা



জামালপুরে আবার একজনের করোনা পজিটিভ,
 এলাকা পরিদর্শনে ব্লক প্রশাসনের কর্তারা

অতনু হাজরা, জামালপুর : আবার একজন করোনায় আক্রান্ত পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুরের হালারা গ্রামের ৪৭ বছর বয়স্ক এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আনন্দ মোহন গড়াই জানান, গত ১৭ ই জুলাই ভোর তিনটার সময় জামালপুর হাসপাতালে বুকে ও পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দেখাতে আসেন। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তার কোভিড টেস্ট করানো হয়। আজ রিপোর্ট পজিটিভ আসে। সাথে সাথে তার বাড়িতে পৌঁছে যান জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার,থানার ওসি অরুন কুমার সোম, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক আনন্দ মোহন গড়াই সহ অন্যান্যরা। করোনা আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য ক্যামরি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



গত কয়েকদিনের মধ্যেই জামালপুরে ১৪ জন করোনা আক্রান্ত হলেন। আজকের আক্রান্তের বাড়ি আবার জামালপুর ব্লক অফিসের খুব কাছেই। স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ প্রশাসন ও সাধারণ মানুষের। তবে প্রশাসনিক কর্তারা বলেছেন প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। কোনো রকম গুজবে কান দেবেন না। প্রয়োজনে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।