Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে আবার একজনের করোনা পজিটিভ, এলাকা পরিদর্শনে ব্লক প্রশাসনের কর্তারা



জামালপুরে আবার একজনের করোনা পজিটিভ,
 এলাকা পরিদর্শনে ব্লক প্রশাসনের কর্তারা

অতনু হাজরা, জামালপুর : আবার একজন করোনায় আক্রান্ত পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুরের হালারা গ্রামের ৪৭ বছর বয়স্ক এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আনন্দ মোহন গড়াই জানান, গত ১৭ ই জুলাই ভোর তিনটার সময় জামালপুর হাসপাতালে বুকে ও পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দেখাতে আসেন। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তার কোভিড টেস্ট করানো হয়। আজ রিপোর্ট পজিটিভ আসে। সাথে সাথে তার বাড়িতে পৌঁছে যান জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার,থানার ওসি অরুন কুমার সোম, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক আনন্দ মোহন গড়াই সহ অন্যান্যরা। করোনা আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য ক্যামরি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



গত কয়েকদিনের মধ্যেই জামালপুরে ১৪ জন করোনা আক্রান্ত হলেন। আজকের আক্রান্তের বাড়ি আবার জামালপুর ব্লক অফিসের খুব কাছেই। স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ প্রশাসন ও সাধারণ মানুষের। তবে প্রশাসনিক কর্তারা বলেছেন প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। কোনো রকম গুজবে কান দেবেন না। প্রয়োজনে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।