Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুবশ্রী সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন



যুবশ্রী সংগঠনের  পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন

ডেস্ক রিপোর্ট :  স্থায়ী কর্মসংস্থানের দাবীতে ক্রমশঃ সোচ্চার হচ্ছে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি।  সোমবার পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে যুবশ্রী সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এদিন কার্জন গেট চত্বর থেকে জেলা শাসকের অফিস পর্যন্ত মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে যুবশ্রী'রা।



এই কর্মসূচিতে জেলার যুবশ্রী যুবক-যুবতী'রা স্থায়ী কর্মসংস্থানের দাবি নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। মুখ্যমন্ত্রীর  প্রতিশ্রুতি  সাত বছর পেরিয়ে  গেলেও তা আজও পূরণ না হওয়ায় যুবশ্রী'রা পথে
নেমে প্রতিবাদ জানায়। "পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি"র পূর্ব বর্ধমান জেলা সম্পাদক প্রণয় সাহা এক প্রেস বিবৃতিতে জানান দীর্ঘদিন অবহেলিত হয়ে এসেছে শিক্ষিত বেকার যুবশ্রী'রা। মুখ্যমন্ত্রীর ঘোষণা  অনুযায়ী যুবশ্রীদের থেকে  কর্মসংস্থান  দেওয়া হবে যা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।



বারবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েও কোন সদুত্তর পাওয়া যায়নি। তাই আজ বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি তথা সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা শাসকের নিকট তাদের দাবি পত্র পুনরায় পেশ করা হল। এছাড়া পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করবে তারা।