Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সমবায় ব্যাঙ্ক তুলে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ



সমবায় ব্যাঙ্ক তুলে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে 
তৃণমূলের অবস্থান বিক্ষোভ

অতনু হাজরা, জামালপুর : দলনেত্রী ঠিক করেদিয়েছিলেন কবে কিভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে। সেই মোতাবেক শুক্রবার শেষ দিনে জামালপুরের পুলমাথায়, কালারাঘাটে ও জৌগ্রামে কো- অপারেটিভ ব্যাংক তুলে দেওয়ার কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এই অবস্থান বিক্ষোভ থেকে কেন্দ্রের একের পর এক জনবিরোধী নীতি যেমন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোল- ডিসেলের লাগাতার মূল্যবৃদ্ধি, রেল বেসরকারিকরণ সহ একাধিক বিষয়ের তীব্র সমালোচনা করা হয়। আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, জামালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ একাধিক নেতৃত্ব। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের নানা প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন বিজেপি যতই চেষ্টা করুক বাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা তারা নষ্ট করতে পারবে না।



এদিনের অবস্থান বিক্ষোভে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাহাবুদ্দিন মন্ডল জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েত কি কি উন্নয়ন করেছে তা সর্বসমক্ষে তুলে ধরেন। সামনেই বিধানসভা নির্বাচন তাই এই ছোট ছোট সভা গুলোকেই নির্বাচনের প্রচার হিসাবেই ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।