Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মমতা ব্যানার্জি নির্দেশিত শহীদ দিবসের করনীয় বার্তা দিতে সভা করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি



মমতা ব্যানার্জি নির্দেশিত শহীদ দিবসের করনীয় বার্তা দিতে সভা করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি

অতনু হাজরা, জামালপুর : সামনেই তৃণমূল কংগ্রেসের একটি বড় কর্মসূচি ২১ শে জুলাই শহীদ স্মরণ।  কিন্তু করোনা আবহে হবেনা ধর্মতলার সমাবেশ। সেই জন্য ওই দিন মুখ্যমন্ত্রী কিছু নির্দিষ্ট কর্মসূচি বেঁধে দিয়েছেন একেবারে বুথ স্তরের কর্মীদের জন্য। সেই বার্তাই জামালপুরের বুথ স্তরের কর্মীদের পৌঁছে দিতে শুক্রবার জামালপুরের সিদ্ধেশ্বর লজে একটি সভা করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি।



এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বিশিষ্ট সমাজসেবী ডাঃ প্রতাপ রক্ষিত, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল সহ সকল প্রধান, উপ প্রধান সহ কর্মীরা।করোনার কথা মাথায় রেখে বেশি জনসমাগম করতে দেওয়া হয় নি। এই সভা থেকে উপস্থিত কর্মীদের ওই দিন কি করতে হবে সে সম্পর্কে সকলকে বুঝিয়ে দেন। প্রত্যেক বুথে একটি করে শহীদ তালিকার ফ্লেক্স তুলে দেওয়া হয় আজ।