চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

মমতা ব্যানার্জি নির্দেশিত শহীদ দিবসের করনীয় বার্তা দিতে সভা করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি



মমতা ব্যানার্জি নির্দেশিত শহীদ দিবসের করনীয় বার্তা দিতে সভা করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি

অতনু হাজরা, জামালপুর : সামনেই তৃণমূল কংগ্রেসের একটি বড় কর্মসূচি ২১ শে জুলাই শহীদ স্মরণ।  কিন্তু করোনা আবহে হবেনা ধর্মতলার সমাবেশ। সেই জন্য ওই দিন মুখ্যমন্ত্রী কিছু নির্দিষ্ট কর্মসূচি বেঁধে দিয়েছেন একেবারে বুথ স্তরের কর্মীদের জন্য। সেই বার্তাই জামালপুরের বুথ স্তরের কর্মীদের পৌঁছে দিতে শুক্রবার জামালপুরের সিদ্ধেশ্বর লজে একটি সভা করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি।



এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বিশিষ্ট সমাজসেবী ডাঃ প্রতাপ রক্ষিত, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল সহ সকল প্রধান, উপ প্রধান সহ কর্মীরা।করোনার কথা মাথায় রেখে বেশি জনসমাগম করতে দেওয়া হয় নি। এই সভা থেকে উপস্থিত কর্মীদের ওই দিন কি করতে হবে সে সম্পর্কে সকলকে বুঝিয়ে দেন। প্রত্যেক বুথে একটি করে শহীদ তালিকার ফ্লেক্স তুলে দেওয়া হয় আজ।