চকদিঘীর কুবাজপুরে বাজ পড়ে মৃত্যু
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে চকদিঘির কুবাজপুরে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহাদেব মালিক। বুধবার তারা মাঠে প্রায় ১২-১৩ জন ধান রোয়ার কাজ করছিল। সেই সময় আকাশ জুড়ে ঘন মেঘে ছেয়ে যাওয়ায় তারা বাড়ি ফিরে যাচ্ছিলো। রাস্তাতেই বাজে পড়ে।তিন জন আহত হয়। তাদের সঙ্গে সঙ্গে জামালপুর ব্লক হাসপাতালে আনা হলে চিকিৎসক মহাদেব মালিক কে মৃত বলে ঘোষণা করেন। দুজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। বাজ পড়ে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।