তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক ও শহর কমিটির উদ্যোগে
বিভিন্ন রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন
সেখ সামসুদ্দিন : কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। মূলতঃ রেল বেসরকারিকরণের প্রতিবাদেই আন্দোলন সংগঠিত হচ্ছে। কোথাও মিছিল, কোথাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার মাধ্যমে রাজনীতির ময়দানে ঝড় তোলার চেষ্টা করছে। মঙ্গলবার মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটি মেমারি স্টেশনে বিক্ষোভ সভা করে। স্টেশনের ডাউন প্লাটফর্মে শহর তৃনমূল কংগ্রেস কমিটির বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেমারি শহর সভাপতি তথা পুর প্রশাসক স্বপন বিষয়ী, সহকারি প্রশাসক সুপ্রিয় সামন্ত, জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক আশিষ ঘোষদস্তিদার, জেলা ছাত্র সংগঠনের সহসভাপতি মুকেশ শর্মা সহ নেতৃত্ববৃন্দ। এছাড়াও ছিলেন বিদায়ী পুর বোর্ডের কাউন্সিলরগন।
মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিভিন্ন স্টেশনে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন চলে।। তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা বর্ধমান-হাওড়া মেইন লাইনের নিমো স্টেশনে এবং কর্ড লাইনের পাল্লা, চাঁচাই সহ বিভিন্ন স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সভাপতি বসন্ত রুইদাস, ব্লক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, নিমো ১ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম কৈবর্ত, অঞ্চল সভাপতি জগদীশ সিকদার, বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জী সহ নেতৃত্ববৃন্দ।