Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর থানার উদ্যোগে সেফ ড্রাইভ ও সেভ লাইফ কর্মসূচির চতুর্থ বর্ষ পূর্তি অনুষ্ঠান

                    ভিডিও দেখতে ছবির উপরে ক্লিক করুন

জামালপুর থানার উদ্যোগে সেফ ড্রাইভ ও সেভ লাইফ 
কর্মসূচির চতুর্থ বর্ষ পূর্তি অনুষ্ঠান

অতনু হাজরা,জামালপুর : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সেফ ড্রাইভ ও সেভ লাইফের যে কর্মসূচি নিয়ে এসেছিলেন আজ তা চতুর্থ বর্ষ পূর্ন করে পঞ্চম বর্ষে পড়লো। সেই উপলক্ষ্যে জামালপুর থানা সেফ ড্রাইভ ও সেভ লাইফের উপর একটি অনুষ্ঠানের আয়োজন করে।জামালপুর থানা থেকে মসাগ্রাম আঝাপুর সংলগ্ন চৌমাথায় জাতীয় সড়ক পর্যন্ত একটি মোটর সাইকেল রালি হয়। ফিতে কেটে যার শুভ সূচনা করেন জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার, এস ডি পি ও আমিনুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুন কুমার সোম।
এস ডি পি ও আমিনুল ইসলাম বলেন রাজ্য সরকার এই প্রকল্প আনার পর সত্যি পথ দুর্ঘটনা অনেক কমেছে। তিনি বলেন দু'চাকা গাড়ির দূর্ঘটনা প্রবণতা বেশি। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে বারন করেন। সাথে সাথে পথচারীদেরও সাবধানে পথ চলা ট্রাফিক নিয়ম মেনেচলা বা লোকাল এরিয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণকারি সিভিক ভলান্টিয়ারদের নির্দেশ মেনে চলতে বলেন, তাহলেই দুর্ঘটনা এড়ানো যাবে। এরই পাশাপাশি করোনা নিয়েও মানুষকে সচেতন করেন তিনি। প্রত্যেকেই প্রয়োজন ছাড়া যেন কেউ বাড়ি থেকে বের না হন, প্রত্যেকেই যেন মাস্ক ব্যবহার করেন।  এছাড়া সামাজিক দূরত্ব সকলকে মেনে চলার পরামর্শ দেন তিনি। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান মুখ্যমন্ত্রীর অন্যতম একটি প্রকল্প সেফ ড্রাইভ ও সেভ লাইফ। সত্যি এর ফলে দুর্ঘটনা অনেক কমানো গেছে। তিনিও সাধারণ মানুষের উদ্যেশ্যে বার্তা দেন সকলেই যেন হেলমেট ও পায়ে বুট পরে মোটর সাইকেল চালান।


বুধবার জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুন কুমার সোমের উদ্যোগে বা জামালপুর থানার প্রচেষ্টায় মসাগ্রামের বাসিন্দা শেখ সোহারফের বাড়ি থেকে চুরি হওয়া ২ টি মোবাইল উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দেন এস ডি পি ও আমিনুল ইসলাম। যার জন্য তিনি জামালপুর থানার পুলিশের প্রশংসা করেন। পুলিশের উদ্যোগে এইভাবে সাধারণ মানুষের জন্য সচেতনতা মূলক সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামের প্রশংসা করছে এলাকার মানুষ।