Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কর্মসংস্থানের আশায় পশ্চিমবঙ্গের যুবশ্রী'রা, জেলায় জেলায় অনলাইনে স্মারকলিপি

                                                       ফাইল চিত্র

কর্মসংস্থানের আশায় পশ্চিমবঙ্গের  যুবশ্রী'রা, জেলায় জেলায় অনলাইনে স্মারকলিপি

  ডেস্ক রিপোর্ট :  পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি'র দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের নিকট অনলাইনে স্মারকলিপি প্রদান করা হলো মঙ্গলবার। এছাড়া দাবি পত্রের প্রতিলিপি জেলার সমস্ত সরকারি দপ্তরে ( এসডিও, বিডিও, এক্সচেঞ্জ অফিস ) প্রদান করা হয়েছে। নেতৃত্বে ছিলেন যুবশ্রী সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি তনুময় পাত্র ও সম্পাদক বাপ্পা রাপতান।


এছাড়া  ৬ জুলাই পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকেও জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। একই সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে অনলাইনে প্রতিলিপি দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন পুরুলিয়া জেলা কমিটির সভাপতি জ্যোতির্ময় ঘোষ ও সম্পাদক গনপতি কুমার।

যুবশ্রী সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রণয় সাহা জানান, বিগত সাত বছর ধরে অবহেলার শিকার হয়ে আসা শিক্ষিত বেকার যুবশ্রী'রা প্রতিনিয়ত বিভিন্নভাবে তাদের দাবি জানিয়ে এসেছে। কিন্তু রাজ্য সরকারের তরফে এই ব্যাপারে আজ পর্যন্ত কোন প্রকার সদুত্তর পাওয়া যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যুবশ্রী থেকে স্থায়ী কর্মসংস্থান। আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পালনে রাজ্য সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ। এর প্রতিবাদে জেলায় জেলায় যুবশ্রী'রা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনে তাদের দাবি প্রদান করে চলেছে। আগামীতে রাজ্যের সমস্ত জেলা তথা কলকাতার বুকে বৃহত্তর আন্দোলন কর্মসূচির পথে অগ্রসর হবেন যুবশ্রী'রা।