Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জামালপুর ব্লক প্রশাসন


পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জামালপুর ব্লক প্রশাসন

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের মহিন্দরের চিলেরডাঙ্গা গ্রামের বাসিন্দা কিশোরী সিংয়ের বাড়িতে আগুন লেগে দুটি ঘর পুড়ে যায়। কি কারণে ঘরে আগুন লাগলো সেকথা বলতে পারছেনা তারা কেউ। পঞ্চায়েত সমিতির সদস্যা ও স্থানীয় প্রধান বিষয়টি জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানকে জানান। একই সঙ্গে তারা  জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুন কুমার সোমকে জানান।


তারই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে জামালপুর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার ও ওসি অরুন কুমার সোম  কিশোরী সিংয়ের বাড়িতে যান। তাঁরা ঘটনাস্থলে গিয়ে  পোড়া ঘর গুলি সরেজমিনে দেখেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের পক্ষ থেকে তাদের হাতে প্রাথমিক ভাবে একটি স্টোভ, হাঁড়ি,


করাই, খুন্তি, বাটি, গ্লাস, মগ, জগ, বালতি ও ২৫ কেজি চাল ও একটি ত্রিপল তুলে দেন। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন তিনি নিজে খোঁজ নিয়ে জেনেছেন রেশন থেকে তারা সব কিছুই পাচ্ছেন তাই বিরাট কিছু সমস্যা তাদের নেই। কিন্তু এই মুহূর্তে তাদের প্রাথমিক ভাবে কিছু সাহায্যের প্রয়োজন তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সাহায্য করা হলো।

পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁরা সবসময়ই সাধারণ মানুষের সুখ দুঃখে সব সময়ই তাদের পাশে আছেন।যেহেতু দুদিন আগে ঘর পুড়ে গেছে তাই এই মুহূর্তে ওদের কিছু সাহায্যের প্রয়োজন তাই তাদের এই সাহায্য করা হলো। ওসি অরুন কুমার সোম কিশোরীবাবুর পরিবারের সকলের সঙ্গে অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলেন।