Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

করোনা আক্রান্তের পরিবারের পাশে জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান



করোনা আক্রান্তের পরিবারের পাশে জামালপুর ১
 গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান


অতনু হাজরা, জামালপুর : জামালপুর ১নং পঞ্চায়েতের অন্তর্গত বেত্রাগর ও দ্বীপেরমানা গ্রামে দুজন করোনা পজিটিভ ধরা পড়েছে। তারমধ্যে বেত্রাগড়ের ২৫ বছরের মহিলা যাকে ক্যামরি কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ।তার একটি ১০মাসের শিশুও রয়েছে। সেই পরিবারের পাশে দাঁড়ালো জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের পক্ষ থেকে উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল তার বাড়িতে গিয়ে চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ ও শিশুটির জন্য দুধ পৌঁছে দিয়ে আসেন। একই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়ে আসেন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বলছেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। তাই তিনি এই কাজ করলেন। সাহাবুদ্দিন মন্ডল বলেন যতদিন না পর্যন্ত এই পরিবার স্বাভাবিক অবস্থায় আসছে ততদিন পর্যন্ত এই পরিবারের দায়িত্ব তিনি নেবেন।তাঁর এই মানবিক ভূমিকায় এলাকার মানুষ যথেষ্ট খুশি।