ইউজিসি'র ছাত্রস্বার্থ বিরোধী নির্দেশিকার প্রতিবাদে জামালপুরে সোচ্চার এস এফ আই
অতনু হাজরা, জামালপুর : কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং ইউ জি সি'র ছাত্রস্বার্থ বিরোধী নির্দেশিকার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এস এস আই। ছাত্র সংগঠনের জামালপুর লোকাল কমিটি মঙ্গলবার রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এদিন জামালপুর পুলমাথা সংলগ্ন বাজারে বিক্ষোভ কর্মসূচী পালনের সঙ্গে ছাত্র স্বার্থ বিরোধী ইউ জি সি বিল পোড়ানো হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এস এস আই - এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য নীলকমল পাল ও জামালপুর লোকাল কমিটির সদস্য ঋত্বিক হাজরা।
এস এস আই - এর পক্ষ থেকে এদিন ইউজিসি'র ছাত্র স্বার্থ বিরোধী নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্য সরকারের উদাসিনতার বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন এস এস আই নেতৃত্ব।