পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী
সমিতি'র ডেপুটেশন
ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি কর্মসংস্থানের দাবিতে রাজ্যের প্রতিটি জেলায় আন্দোলনে নেমেছে। লকডাউন সময়ে অনলাইনে জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি চলে। আনলকের দ্বিতীয় পর্বে যুবশ্রী'রা ঘর ছেড়ে পথে নেমেছে। শুক্রবার, নদীয়া জেলায় জেলা শাসক দপ্তরে যুবশ্রী'দের স্থায়ী কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের নদীয়া জেলার সভাপতি শুভঙ্কর ঘোষ ও সাধারণ সম্পাদক বাবন বিশ্বাস জানান, জেলা শাসক সমস্ত বিষয়টি শুনেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাবেন বলেছেন।
সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রনয় সাহা জানান, পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি এভাবেই সারা রাজ্য জুড়ে প্রতিনিয়ত তাদের আন্দোলন চালিয়ে যাবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত।