স্যানিটাইজ করা হলো জামালপুরের প্রশাসনিক অফিসগুলো
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে করোনা সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে জামালপুরে ব্লক অফিস, জামালপুর থানা ও জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এই তিনটি প্রশাসনিক অফিস বুধবার দমকল বিভাগের পক্ষ থেকে স্যানিটাইজ করা হলো। সাধারণত এই জায়গাগুলোতে প্রচুর মানুষ আসেন তাই এই অফিস গুলো স্যানিটাইজ করার খুব প্রয়োজন ছিল।
জামালপুর এলাকার মানুষের অনেকেই বলতে শোনা যাচ্ছে, প্রশাসনিক অফিস গুলো স্যানিটাইজ করা খুবই জরুরী ছিল। কিন্তু আক্রান্ত এলাকাগুলোও যদি স্যানিটাইজ করা যেত তাহলেও খুব ভালো হত।