Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বর্ধমান শহরে মাধ্যমিকের মার্কশিট প্রদানে ধোঁয়াসা, ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা বিভ্রান্ত



বর্ধমান শহরে মাধ্যমিকের মার্কশিট প্রদানে ধোঁয়াসা,
 ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা বিভ্রান্ত

ডেস্ক রিপোর্ট :  রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আজ থেকে মার্কশিট দেওয়া হবে। এই মর্মে রাজ্য শিক্ষা দপ্তর নির্দেশিকা ও জারি করেছে। কিন্তু যে এলাকায় লকডাউন বলবৎ এবং জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকার নির্দেশ রয়েছে সেখানে কি হবে। সাধারণ মানুষ রীতিমত বিভ্রান্ত। শিলিগুড়ি পৌর এলাকার ৪৭ টি ওয়ার্ডে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বর্ধমান পৌর সভার ৩৫ টি ওয়ার্ডে নতুন করে ৭দিনের জন্য লকডাউনের নির্দেশিকা জারি করেছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী। সব ঠিক আছে, করোনা সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বর্ধমান পৌরবাসী। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সোশ্যাল মিডিয়ার নানা খবরে মানুষ বিভ্রান্ত। অনেক স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও বুঝে উঠতে পারছেন না ক্যাম্প অফিস থেকে কি আজ মার্কশিট দেওয়া হবে। সরকারি নির্দেশিকা থাকলেও লকডাউন এলাকার জন্য পরিস্কার করে কিছু বলা নেই। সব থেকে বড় কথা মধ্যশিক্ষা পর্ষদের বর্ধমান ক্যাম্প অফিস থেকে কয়েকশো স্কুল কে মার্কশিট দেওয়ার কথা। সেটার কি হবে। ইতিমধ্যেই বেশ কিছু স্কুল আজ মার্কশিট দেওয়া হবে না বলে ঘোষণা করেছে। সব মিলিয়ে চরম ধোঁয়াসায় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা। তাছাড়া করোনা পরিস্থিতি বুঝে লকডাউনের মেয়াদও বাড়তে পারে। ফলে ভর্তি নিয়েও অভিভাবকরা উদ্বিগ্ন।

এদিকে পূর্ব বর্ধমান জেলার ডি আই (মাধ্যমিক) শ্রীধর প্রামানিক জানান, মধ্যশিক্ষা পর্ষদের বর্ধমান অফিস থেকে সিডিউল অনুযায়ী বিদ্যালয়গুলিকে মার্কশিট দেওয়া হবে। গ্রামে লকডাউন নেই সেখানে মার্কশিট দিতে অসুবিধা নেই। শহরের স্কুল গুলি পরিস্থিতি অনুযায়ী কাজ করবে। তবে বি আই পরিস্কার করে কিছু না বললেও শহরের নামী স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ শম্ভুনাথ চক্রবর্ত্তী ফেসবুক পেজে জানিয়েছেন লকডাউন শেষ হলে মার্কশিট প্রদানের দিনক্ষণ জানানো হবে। অন্যান্য স্কুলগুলির মধ্যে কয়েকটি মিউনিসিপ্যাল হাইস্কুলের পথেই হাঁটছে। শোনা যাচ্ছে কিছু স্কুল আজ মার্কশিট দেবে। সব মিলিয়ে ধোঁয়াসা রয়েই গেল।