জামালপুর থানায় বিজেপি'র বিক্ষোভ ও ডেপুটেশন
অতনু হাজরা, জামালপুর : বি জে পি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃ ভ্রমণে বেরিয়ে আক্রান্ত হন। এরই প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপি'র পক্ষ থেকে প্রত্যেকটি থানায় ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। সেই মোতাবেক জামালপুরেও ব্লক বি জে পি,'র পক্ষ থেকে বুধবার জামালপুর থানায় ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।পুলিশের কাছে ডেপুটেশন জমা দিয়ে তারা অবস্থান বিক্ষোভ তুলে নেন। উপস্থিত ছিলেন বি জে পি'র বর্ধমান সদর জেলা সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, জামালপুর বিধানসভার কনভেনর অজিত ডকাল, রাহুল চৌধুরী সহ আরো অনেকে।