মেমারির মন্ডল গ্রামে ছেলের হাতে মা খুন,
স্থানীয় জনমানসে আলোড়ন
নূর আহমেদ, মেমারি : নেশার জিনিস না পেয়ে মাকে খুন করলো ছেলে। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেমারি থানার মণ্ডল গ্রামের পূর্ব পাড়াতে। মৃতার নাম বন্দনা সরকার (৫৫)। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় জনমানসে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মেমারি থানার পুলিশ গ্রামে পৌঁছে প্রাথমিক তদন্তের পর অপরাধী ছেলে কে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম তাপস সরকার। পুলিশী তৎপরতায় বর্ধমান মেডিকেল কলেজের মর্গে আজ মৃতদেহের ময়না তদন্ত হয়। এদিকে খুনের ঘটনাযর পর পুলিশ বাড়িটি শিল করে দিয়েছে।