সাংসদ তহবিলে নির্মিত হাই মাস্ট লাইটের
উদ্বোধন হলো জামালপুরে
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আরাসূল গ্রাম। এই গ্রামের মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল গ্রামের বাবা গঙ্গাধর তলায় একটি হাই মাস্ট লাইটের। তাদের সেই দাবি মেনে সাংসদ সুনীল কুমার মন্ডলের তার সাংসদ তহবিল থেকে টাকা মঞ্জুর করেন। সেই টাকাতেই হাই মাস্ট লাইট বসানো হলো। শনিবার তার উদ্বোধন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি দেবু হেমব্রম,পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বনভূমি কর্মাধ্যক্ষ পূর্ণিমা মালিক, উপ প্রধান দিলীপ দাস সহ এলাকার পঞ্চায়েত সদস্য বাচ্চু মাঝি এবং আরো অনেকে।মেহেমুদ খান ও ভুতনাথ মালিক তাঁদের বক্তব্যে বলেন আরাসূল বাসীদের দাবি অনুযায়ী বাতিস্তম্ভ বসিয়ে দেওয়া হলো।