Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুরুলিয়ায় সিধু-কানু'র মূর্তি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জামালপুরে



পুরুলিয়ায় সিধু-কানু'র মূর্তি ভাঙার প্রতিবাদে 
বিক্ষোভ মিছিল জামালপুরে


অতনু হাজরা, জামালপুর :  দুদিন আগেই পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের কোদলাগরে বীর শহীদ সিধু-কানু'র মূর্তি ভাঙার প্রতিবাদে আদিবাসী সমাজ বিক্ষোভে ফেটে পড়েছে। শুক্রবার জামালপুরের আদিবাসী সমাজের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। জামালপুর পুলমাথা থেকে মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডে শেষ হয়। সেখানে অবস্থান বিক্ষোভ করে তারা। সেখান থেকে জামালপুর থানায় স্মারকলিপি জমা দেন তারা। তাদের মূল দাবি ছিল চারটি। তারমধ্যে প্রধান দাবি অবিলম্বে পুরুলিয়ায়  যথাস্থানে সিধু-কানু'র মূর্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।আর দোষীদের ধরে তাদের কঠোর শাস্তি দিতে হবে।জামালপুরের আদিবাসী সমাজের পক্ষ থেকে এই মিছিলে নেতৃত্ব দেন তারকনাথ টুডু ও রবিন মান্ডি।