Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পুরুলিয়ায় সিধু-কানু'র মূর্তি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জামালপুরে



পুরুলিয়ায় সিধু-কানু'র মূর্তি ভাঙার প্রতিবাদে 
বিক্ষোভ মিছিল জামালপুরে


অতনু হাজরা, জামালপুর :  দুদিন আগেই পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের কোদলাগরে বীর শহীদ সিধু-কানু'র মূর্তি ভাঙার প্রতিবাদে আদিবাসী সমাজ বিক্ষোভে ফেটে পড়েছে। শুক্রবার জামালপুরের আদিবাসী সমাজের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। জামালপুর পুলমাথা থেকে মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডে শেষ হয়। সেখানে অবস্থান বিক্ষোভ করে তারা। সেখান থেকে জামালপুর থানায় স্মারকলিপি জমা দেন তারা। তাদের মূল দাবি ছিল চারটি। তারমধ্যে প্রধান দাবি অবিলম্বে পুরুলিয়ায়  যথাস্থানে সিধু-কানু'র মূর্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।আর দোষীদের ধরে তাদের কঠোর শাস্তি দিতে হবে।জামালপুরের আদিবাসী সমাজের পক্ষ থেকে এই মিছিলে নেতৃত্ব দেন তারকনাথ টুডু ও রবিন মান্ডি।