জামালপুরে নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আজ নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত হলেন। তার মধ্যে ২ জন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী মিলিয়ে ৯ জন আক্রান্ত হয়েছেন। ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আনন্দ মোহন গড়াই জানান এই ভাবে কিভাবে হাসপাতাল চালানো যাবে তিনি বুঝতে পারছেন না। সকলকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। ব্লকের বিভিন্ন প্রান্তে এত করোনা আক্রান্তের খবর মেলায় যথেষ্ট চাপে প্রশাসন।চিন্তিত ও আতঙ্কিত জামালপুরের মানুষ।