পিতৃহীন ও ভূমিহীন অভাবী পরিবারের ছেলে
সুদীপ্ত দাস উচ্চমাধ্যমিকে ৪৮২
সেখ সামসুদ্দিন, মেমারি : পশ্চিমবঙ্গের মানচিত্রে পূর্ব বর্ধমান জেলার মেমারির নাম উজ্জ্বল করে মাধ্যমিকে রাজ্যে প্রথম অরিত্র পাল ও মাদ্রাসা বোর্ডে রাজ্যে একাদশ ও জেলায় প্রথম সাদিয়া বানু। ঠিক একইভাবে মেমারি ১ ব্লকের মানচিত্রে শশীনাড়া গ্রামের মুখ উজ্জ্বল করল দুই দুঃস্থ পরিবারের সন্তান। মাধ্যমিকে ১৬ র্যাঙ্ক করে ভ্যানরিক্সা চালকের সন্তান সোমেশ্বর দাস ঠিক একইভাবে পিতৃহীন ও ভূমিহীন অভাবী পরিবারের সন্তান সুদীপ্ত দাস উচ্চ মাধ্যমিকে ৪৮২ নম্বর পেয়ে হিসাব অনুযায়ী রাজ্যে ১৮ র্যাঙ্ক করেছে। যদিও এবারে সরকারিভাবে উচ্চমাধ্যমিকের র্যাঙ্ক ঘোষণা করা হয়নি। বছর চারেক আগে দুরারোগ্য রোগে সুদীপ্তর বাবা শ্যামল দাস প্রয়াত হন। তখন থেকেই গ্রামেই থাকা ছোট্ট মুদিখানার দোকান চালিয়ে মা সান্ত্বনা দাস পরিবারের দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন। একইসঙ্গে ছেলেকেও পড়াশোনা করিয়ে মানুষ করার চ্যালেঞ্জ গ্রহণ করেন। চাষজমি একছটাকও নেই, ঐ দোকান চালিয়েই জীবিকা নির্বাহ করে চলেছেন।