জামালপুরে আবার নতুন করে করোনা আক্রান্ত ৫ জন
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আবার নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৫ জন। ব্লক স্বাস্থ্য আধিকারিক সূত্রে যে খবর পাওয়া গেছে তাতে নবগ্রামে ২ জন, পাঁচড়ায় ১জন, জৌগ্রামে ১ জন ও জোরচাঁদে ১ জন আক্রান্ত হয়েছেন। গত দুদিন কোনো আক্রান্তের খবর না পাওয়া গেলেও আজ ৫ জন আক্রান্তের খবরে চিন্তায় প্রশাসন ও সাধারণ অধিবাসীরা।