Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে সাংসদ তহবিলে বিশেষ চাহিদা সম্পন্ন ২০০ জনকে সহায়ক সরঞ্জাম প্রদান


মেমারিতে সাংসদ তহবিলে বিশেষ চাহিদা সম্পন্ন 
২০০ জনকে সহায়ক সরঞ্জাম প্রদান

সেখ সামসুদ্দিন : সাংসদ তহবিলে মেমারি ১ ব্লকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সহায়ক সরঞ্জাম প্রদান করা হয় সোমবার।  বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ সুনীল মন্ডলের উদ‍্যোগে এবং মেমারি সমাজকল‍্যাণ সমিতির পরিচালনায় মেমারি ১ ব্লকের দুই শত প্রতিবন্ধী মানুষকে সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মন্ডল, মেমারি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, জনস্বাস্থ‍্য কর্মাধ‍্যক্ষ মৌসুমী মন্ডল, সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী, মেমারি প্রতিবন্ধী সমাজকল‍্যাণ সমিতির জেলা সভাপতি কাজী ওসমান গনি সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।   ওসমান গনি জানান এদিন ৪৫ জন মানসিক প্রতিবন্ধীকে এম এস আই ডি কিটস, ১৪ জনকে ট্রাই সাইকেল, ৪১ জনকে হুইল চেয়ার, ৪৫ জনকে দুই কানের মেশিন, ২৫ জনকে ক্রাচ, ৬ জনকে এলবো ক্রাচ, একজন কুষ্ঠ রোগীকে মোবাইল ও এডিএল কিট ছাড়াও অন‍্যান‍্য সরঞ্জাম দেওয়া হয়। সাংসদ সুনীল মন্ডল জানান,  একজন প্রতিবন্ধীও যেন বাদ না রায়। কেউ বাদ গিয়ে থাকলে তালিকা তৈরি করে পাঠালে তিনি আবারও দেবেন। সাংসদ আরও বলেন, প্রতিবন্ধী ভাতা প্রদান, তাদের চিকিৎসা ব‍্যবস্থা থেকে সার্বিক সহায়তার জন‍্য বিশেষ চাহিদা সম্পন্ন সমস্ত মানুষের পাশে থাকবেন।