Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে সাংসদ তহবিলে বিশেষ চাহিদা সম্পন্ন ২০০ জনকে সহায়ক সরঞ্জাম প্রদান


মেমারিতে সাংসদ তহবিলে বিশেষ চাহিদা সম্পন্ন 
২০০ জনকে সহায়ক সরঞ্জাম প্রদান

সেখ সামসুদ্দিন : সাংসদ তহবিলে মেমারি ১ ব্লকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সহায়ক সরঞ্জাম প্রদান করা হয় সোমবার।  বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ সুনীল মন্ডলের উদ‍্যোগে এবং মেমারি সমাজকল‍্যাণ সমিতির পরিচালনায় মেমারি ১ ব্লকের দুই শত প্রতিবন্ধী মানুষকে সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মন্ডল, মেমারি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, জনস্বাস্থ‍্য কর্মাধ‍্যক্ষ মৌসুমী মন্ডল, সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী, মেমারি প্রতিবন্ধী সমাজকল‍্যাণ সমিতির জেলা সভাপতি কাজী ওসমান গনি সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।   ওসমান গনি জানান এদিন ৪৫ জন মানসিক প্রতিবন্ধীকে এম এস আই ডি কিটস, ১৪ জনকে ট্রাই সাইকেল, ৪১ জনকে হুইল চেয়ার, ৪৫ জনকে দুই কানের মেশিন, ২৫ জনকে ক্রাচ, ৬ জনকে এলবো ক্রাচ, একজন কুষ্ঠ রোগীকে মোবাইল ও এডিএল কিট ছাড়াও অন‍্যান‍্য সরঞ্জাম দেওয়া হয়। সাংসদ সুনীল মন্ডল জানান,  একজন প্রতিবন্ধীও যেন বাদ না রায়। কেউ বাদ গিয়ে থাকলে তালিকা তৈরি করে পাঠালে তিনি আবারও দেবেন। সাংসদ আরও বলেন, প্রতিবন্ধী ভাতা প্রদান, তাদের চিকিৎসা ব‍্যবস্থা থেকে সার্বিক সহায়তার জন‍্য বিশেষ চাহিদা সম্পন্ন সমস্ত মানুষের পাশে থাকবেন।