Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

মেমারিতে সাংসদ তহবিলে বিশেষ চাহিদা সম্পন্ন ২০০ জনকে সহায়ক সরঞ্জাম প্রদান


মেমারিতে সাংসদ তহবিলে বিশেষ চাহিদা সম্পন্ন 
২০০ জনকে সহায়ক সরঞ্জাম প্রদান

সেখ সামসুদ্দিন : সাংসদ তহবিলে মেমারি ১ ব্লকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সহায়ক সরঞ্জাম প্রদান করা হয় সোমবার।  বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ সুনীল মন্ডলের উদ‍্যোগে এবং মেমারি সমাজকল‍্যাণ সমিতির পরিচালনায় মেমারি ১ ব্লকের দুই শত প্রতিবন্ধী মানুষকে সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মন্ডল, মেমারি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, জনস্বাস্থ‍্য কর্মাধ‍্যক্ষ মৌসুমী মন্ডল, সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী, মেমারি প্রতিবন্ধী সমাজকল‍্যাণ সমিতির জেলা সভাপতি কাজী ওসমান গনি সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।   ওসমান গনি জানান এদিন ৪৫ জন মানসিক প্রতিবন্ধীকে এম এস আই ডি কিটস, ১৪ জনকে ট্রাই সাইকেল, ৪১ জনকে হুইল চেয়ার, ৪৫ জনকে দুই কানের মেশিন, ২৫ জনকে ক্রাচ, ৬ জনকে এলবো ক্রাচ, একজন কুষ্ঠ রোগীকে মোবাইল ও এডিএল কিট ছাড়াও অন‍্যান‍্য সরঞ্জাম দেওয়া হয়। সাংসদ সুনীল মন্ডল জানান,  একজন প্রতিবন্ধীও যেন বাদ না রায়। কেউ বাদ গিয়ে থাকলে তালিকা তৈরি করে পাঠালে তিনি আবারও দেবেন। সাংসদ আরও বলেন, প্রতিবন্ধী ভাতা প্রদান, তাদের চিকিৎসা ব‍্যবস্থা থেকে সার্বিক সহায়তার জন‍্য বিশেষ চাহিদা সম্পন্ন সমস্ত মানুষের পাশে থাকবেন।