চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বিজেপি'র দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র রাজনৈতিক চাপান-উতোর, থানায় অভিযোগ দায়ের



বিজেপি'র দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র রাজনৈতিক চাপান-উতোর, থানায় অভিযোগ দায়ের

অতনু হাজরা, জামালপুর : বিজেপি'র দলীয় পতাকা লাগানো কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জামালপুরের ভেরিলি। অভিযোগ রবিবার কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক পাঁচড়া অঞ্চলের ভেরিলি গ্রামে পতাকা লাগাতে গেলে তাদের উপর তৃণমূলের কর্মীরা চড়াও হয়।  বিজেপি কর্মী বিশ্বরূপ ঘোষকে মারধর করে তৃণমূল কর্মীরা। তাকে কোনরকমে সেখান থেকে উদ্ধার করে বিজেপি কর্মী সমর্থকরা। তারপরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় এফ আই আর করে।বিজেপি নেতা রাহুল চৌধুরী বলেন বৃষ্টিতে দলীয় পতাকা গুলি নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের কর্মীরা  নতুন পতাকা লাগাচ্ছিলো সেই সময় তৃণমূলের ছেলেরা মারধর করে তাদের কর্মী বিশ্বরূপ ঘোষকে। অন্যদিকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতা মেহেমুদ খান জানান, সম্পুর্ন মিথ্যা কথা বলছে বিজেপি। তৃণমূলের কেউই এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বরং ওরাই তৃণমূলের কর্মীদের মেরেছে। তৃণমূলের পার্টি অফিসের কাছে ফ্ল্যাগ লাগাতে যায়  বিজেপি'র ছেলেরা সেটা বারণ করে তৃণমূলের কর্মীরা। তিনি বলেন যেখানে করোনা পরিস্থিতিতে নাজেহাল হতে হচ্ছে সেখানে কোনো কর্মসূচি নেই শুধু শুধু পতাকা লাগানোকে কেন্দ্র করে অশান্তি পাকাতে চাইছে বিজেপি। তৃণমূলের পক্ষ থেকেও থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।