Scrooling

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

করোনা আক্রান্তের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি



করোনা আক্রান্তের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন
পঞ্চায়েত সমিতির সভাপতি


অতনু হাজরা, জামালপুর : কয়েকদিন আগেই করোনা সংক্রমণ ধরা পড়েছে হালারার এক বাসিন্দার। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ক্যামরি কোভিড হাসপাতালে। তার বাড়ির কোনো লোক বাইরে বেরোতে পারছে না। তাই আজ তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। এক বস্তা চাল এবং ডাল, আলু, তেল, পিয়াঁজ, আদা সহ নানা খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন।


 মেহমুদ খান জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তিনি আরো বলেন লড়াইটা রোগের সঙ্গে রুগীর সঙ্গে নয়। তাই এই অসহায় পরিবারটিকে সাহায্য পৌঁছে দিলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানো পথেই তাঁরা চলছেন বলে জানান।