Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

অসহায় মানুষের পাশে দাঁড়ালো জামালপুর ব্লক প্রশাসন



অসহায় মানুষের পাশে দাঁড়ালো জামালপুর ব্লক প্রশাসন

অতনু হাজরা, জামালপুর : বঙ্গে বর্ষা এসেছে বেশ কয়েকদিন।জামালপুর ব্লকের শেষ গ্রামগুলো যেগুলি হুগলি জেলার সীমান্তে  জায়গা। বর্ষার বৃষ্টিতে সেখানে নানা অসুবিধা হয়। এই বর্ষার সময় জামালপুরের রেসলাতপুরের রাজেশ রুইদাস ও টুম্পা রুইদাসের ঘর ভেঙে যায়।তারা পঞ্চায়েত সমিতিতে সাহায্য চাওয়ার সাথে সাথেই জামালপুর ব্লক প্রশাসন তাদের ডেকে  পাঠালেন ।  বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মাধ্যমে তাদের হাতে একটি কিট তুলে দেওয়া হয় যাতে ছিল সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস। যেমন রান্নার স্টোভ হাঁড়ি, কড়াই, খুন্তি, বালতি, জগ, মগ, থালা, একটি ত্রিপল ও ২৫ কেজি চালের বস্তা।



ব্লক প্রশাসনের পক্ষ থেকে  বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বন ভূমি কর্মাধ্যক্ষ পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা এই সব সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন। এই অসহায় মানুষদুটি স্থানীয় প্রাইমারি স্কুলে থাকছিলেন।  সাহায্য পেয়ে স্বভাবতই খুশি তারা। বিডিও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন তারা ঘরের জন্য আবেদন করলে তাদের ঘর করে দেওয়ার ব্যবস্থা করা হবে।