রাজ্য সভাপতি আক্রান্তের প্রতিবাদে মেমারিতে বিজেপি'র জি টি রোড অবরোধ ও থানায় বিক্ষোভ, ডেপুটেশন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

রাজ্য সভাপতি আক্রান্তের প্রতিবাদে মেমারিতে বিজেপি'র জি টি রোড অবরোধ ও থানায় বিক্ষোভ, ডেপুটেশন


রাজ্য সভাপতি আক্রান্তের প্রতিবাদে মেমারিতে বিজেপি'র জি টি রোড অবরোধ ও থানায় বিক্ষোভ, ডেপুটেশন

নূর আহমেদ : বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আক্রান্তের প্রতিবাদে রাজ্যের জেলায় জেলায় দলীয় নেতা-কর্মীরা আন্দোলনে নেমেছে। আর এই ইস্যুকে কেন্দ্র করে  গ্রাম বাংলায় বিজেপি'র পায়ের নিচের আলগা হয়ে যাওয়া মাটি কিছুটা  হলেও শক্ত হবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞমহল। অভিযোগ বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃ ভ্রমণে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে আক্রান্ত হন।


আর এই হামলার প্রতিবাদে গোটা রাজ্যের সাথে মেমারিতেও থানার সামনে বিজেপি বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশনও দেয়। জিটি রোড চৌমাথার মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্য, সন্তোষ রায়, চন্দ্র শেখর সাউ সহ অন্যান্যরা

Post a Comment

0 Comments