Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরের ১০ টি জায়গা কন্টেন্টমেন্ট জোন



জামালপুরে ১০ টি জায়গা কন্টেন্টমেন্ট জোন

অতনু হাজরা, জামালপুর : গত দু দিনে পূর্ব বর্ধমানের জামালপুরে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। সেই সূত্র ধরেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জামালপুর ব্লকের ১০ টি জায়গা কন্টেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হলো।ব্লক প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জামালপুর ব্লকের জামালপুর ১নং পঞ্চায়েতের বেত্রাগর ও দ্বীপেরমানা, জোতশ্রীরাম পঞ্চায়েতের সোনারগড়িয়া, জৌগ্রাম পঞ্চায়েতের টেঙ্গাবেড়িয়া, জৌগ্রাম ও ইলসরা, চকদিঘী পঞ্চায়েতের প্রানবল্লভপুর, পাড়াতল ১ নং পঞ্চায়েতের ছোটভুরকা, পাড়াতল ২ নং গ্রাম  পঞ্চায়েতের বাহাদুরপুর ও পাঁচড়া পঞ্চায়েতের পাঁচড়া কিষানমান্ডি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কন্টেন্টমেন্ট জোনের যা যা নিয়ম আছে তা লাগু করা হচ্ছে। ১৪ দিন বলবৎ থাকবে সরকারি নির্দেশ।

 ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও শুভঙ্কর মজুমদার, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আনন্দ মোহন গড়াই ও থানার  অফিসার ইনচার্জ অরুণ কুমার সোম কন্টেনমেন্ট জোন গুলি পরিদর্শন করেছেন। একই সঙ্গে মানুষজনকে সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।