Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

জামালপুরের ১০ টি জায়গা কন্টেন্টমেন্ট জোন



জামালপুরে ১০ টি জায়গা কন্টেন্টমেন্ট জোন

অতনু হাজরা, জামালপুর : গত দু দিনে পূর্ব বর্ধমানের জামালপুরে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। সেই সূত্র ধরেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জামালপুর ব্লকের ১০ টি জায়গা কন্টেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হলো।ব্লক প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জামালপুর ব্লকের জামালপুর ১নং পঞ্চায়েতের বেত্রাগর ও দ্বীপেরমানা, জোতশ্রীরাম পঞ্চায়েতের সোনারগড়িয়া, জৌগ্রাম পঞ্চায়েতের টেঙ্গাবেড়িয়া, জৌগ্রাম ও ইলসরা, চকদিঘী পঞ্চায়েতের প্রানবল্লভপুর, পাড়াতল ১ নং পঞ্চায়েতের ছোটভুরকা, পাড়াতল ২ নং গ্রাম  পঞ্চায়েতের বাহাদুরপুর ও পাঁচড়া পঞ্চায়েতের পাঁচড়া কিষানমান্ডি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কন্টেন্টমেন্ট জোনের যা যা নিয়ম আছে তা লাগু করা হচ্ছে। ১৪ দিন বলবৎ থাকবে সরকারি নির্দেশ।

 ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও শুভঙ্কর মজুমদার, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আনন্দ মোহন গড়াই ও থানার  অফিসার ইনচার্জ অরুণ কুমার সোম কন্টেনমেন্ট জোন গুলি পরিদর্শন করেছেন। একই সঙ্গে মানুষজনকে সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।