Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় সরকারের শ্রমিকস্বার্থ বিরোধী নীতি প্রত্যাহারের দাবিতে কালনায় এ আই ইউ টি ইউ সি'র ডেপুটেশন


কেন্দ্রীয় সরকারের শ্রমিকস্বার্থ বিরোধী নীতি প্রত্যাহারের দাবিতে কালনায় এ আই ইউ টি ইউ সি'র ডেপুটেশন

ডেস্ক রিপোর্ট : বর্তমানে অতিমারিজনিত লকডাউন ও পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের শ্রমিকস্বার্থ বিরোধী নীতি প্রত্যাহারের দাবিতে সরব এস ইউ সি আই (সি)-র শ্রমিক সংগঠন  অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্ট্রার (এ আই ইউ টি ইউ সি)। করোনার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষের দুর্ভোগের সীমা নেই। এই অবস্থায় পূর্ব বর্ধমান জেলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এ আই ইউ টি ইউ সি। শুক্রবার সংগঠনের কালনা মহকুমা কমিটির পক্ষ থেকে ১২ দফা দাবিতে কালনা মহকুমা শাসকের কাছে ডেপুডেশন দেওয়া হয়। এ আই ইউ টি ইউ সি'র পূর্ব বর্ধমান জেলার সহ সম্পাদক নির্মল মাঝির নেতৃত্বে এদিনের ডেপুটেশন আন্দোলন চলে। উল্লেখযোগ্য দাবী গুলির মধ্যে রয়েছে পরিযায়ী শ্রমিক সহ সকল প্রকার শ্রমজীবী মানুষকে মাসে সাড়ে সাত হাজার টাকা অনুদান ও ১০ কেজি চাল প্রদান। এছাড়াও ৮ ঘন্টা কাজের সময় বহাল রাখা। রেল, খনি, বেসরকারীকরণ রদ করা। পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ। সামাজিক দূরত্ব বজায় রেখেই ডেপুটেশন কর্মসূচি চলে।