পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের
প্রতিবাদ মিছিল
অতনু হাজরা, জামালপুর : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের সংগঠিত করতে ময়দানে নামলো তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২১ শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে ৬ থেকে ১২ জুলাই পর্যন্ত দলের কর্মীদের দলীয় কর্মসূচি স্থির করে দিয়েছেন। সেই মোতাবেক সারা রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও শুরু হলো প্রতিবাদ মিছিল। ব্লকের প্রতিটি অঞ্চলের প্রতিটি গ্রামের প্রতিটি বুথে আজকের কর্মসূচি অনুযায়ী মিছিল হয়। একনাগাড়ে বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। সেই প্রতিবাদেই সোমবার জামালপুর বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সোশ্যাল ডিস্টেন্স মেনে একটি মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক সহ নেতৃবৃন্দ। এদিনের মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি হিসাবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করা হয়।