Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রেল বেসরকারিকরনের বিরুদ্ধে মসাগ্রাম স্টেশনে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ


রেল বেসরকারিকরনের বিরুদ্ধে মসাগ্রাম স্টেশনে 
তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ

অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দলীয় কর্মসূচির আজ দ্বিতীয় দিন। নেত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্য জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন। মঙ্গলবার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে  মসাগ্রাম স্টেশনে অবস্থান বিক্ষোভ করা হয়। সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে রাজ্যে তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি-কে কোণঠাসা করতে এই কর্মসূচির মধ্য দিয়ে প্রচারের ঝড় তুলতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা নির্বাচনে যে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না তার প্রমান তাঁরা দিতে শুরু করে দিয়েছেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাই প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বুথে সংগঠন কে চাঙ্গা করতে শুরু করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক কর্মসূচি রূপায়ণের তৎপরতায।


আজ মসাগ্রামে স্টেশনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক,জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, বিশিষ্ট সমাজসেবী  ডা: প্রতাপ রক্ষিত সহ তৃণমূলের কর্মীরা। মেহেমুদ খান বলেন রাজ্য গড়ার কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো ভাবেই দমিয়ে রাখতে পারবে না কেন্দ্রের বি জে পি সরকার। বাংলার মানুষ কে বেশি দিন বোকা বানানো যাবে না। যে ভাবে একে একে সরকারি নানা প্রতিষ্ঠান বেসরকারি করে দেওয়া হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।


ভুতনাথ মালিক বলেন আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন। তিনি তাঁর বক্তব্যে কেন্দ্রের একের পর এক জন বিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান। আজকের এই বিক্ষোভ সমাবেশে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।