রেল বেসরকারিকরনের বিরুদ্ধে মসাগ্রাম স্টেশনে
তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ
অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দলীয় কর্মসূচির আজ দ্বিতীয় দিন। নেত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্য জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন। মঙ্গলবার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মসাগ্রাম স্টেশনে অবস্থান বিক্ষোভ করা হয়। সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে রাজ্যে তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি-কে কোণঠাসা করতে এই কর্মসূচির মধ্য দিয়ে প্রচারের ঝড় তুলতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা নির্বাচনে যে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না তার প্রমান তাঁরা দিতে শুরু করে দিয়েছেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাই প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বুথে সংগঠন কে চাঙ্গা করতে শুরু করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক কর্মসূচি রূপায়ণের তৎপরতায।