Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলার সেরা সাদিয়া বানু-কে শিক্ষক সংগঠনের শুভেচ্ছা



মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলার সেরা সাদিয়া বানু-কে শিক্ষক সংগঠনের শুভেচ্ছা

সেখ সামসুদ্দিন : কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য মেমারি এখন প্রতিদিনই খবরের শিরোনামে। মাধ্যমিকে রাজ্যের সেরা মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের (ইউনিট - ১) ছাত্র অরিত্র পাল, শশীনাড়া হাইস্কুলের কৃতি ছাত্র সোমেশ্বর দাস, মেমারি খাঁড়ো হাই মাদ্রাসা উচ্চ বিদ‍্যালয়ের কৃতি ছাত্রী সাদিয়া বানু মেমারি তথা পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করেছে। চলছে শুভেচ্ছা আর অভিনন্দন জানানোর পালা। শনিবার সাদিয়া বানুকে শুভেচ্ছা জানালো মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ও মেমারি ব্লক তৃণমূল কংগ্রেস মাধ‍্যমিক শিক্ষক সমিতি। এদিন শিক্ষক সংগঠনের মেমারি ব্লক সভাপতি কৌশিক মল্লিক সহ পীযূষ বোস, সোমনাথ দাস, সঞ্জয় হাজরা ও শিক্ষকবৃন্দ উত্তরীয়, পুষ্পস্তবক, অভিধান, কলম ও মিষ্টির প‍্যাকেট সহযোগে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি আশীর্বাদ করেন।



এরপরেই মেমারি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহসভাপতি সেখ মোয়াজ্জেম, বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব‍্যানার্জী, ব্লক যুব কার্যকরী সভাপতি সন্দীপ পরামানিক, এস টি সেলের সভাপতি কৃষ্ণ সরেন প্রমুখ নেতৃত্ব সাদিয়া বানুকে শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করেন।

উল্লেখ্য মেমারি খাঁড়ো হাই মাদ্রাসা হাইস্কুলের সাদিয়া বানু মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান  জেলার সেরা ও রাজ‍্যে একাদশ স্থান অর্জন করেছে।  সাদিয়ার এই সাফল্যে তার পরিবারের সদস্যদের পাশাপাশি মেমারিবাসীও খুশির আবহে সামিল।