Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাবের রক্তদান শিবির



বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাবের রক্তদান শিবির


ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিততে হাসপাতালে রক্তের সঙ্কট রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে রক্তদান শিবির আয়োজনের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে শহর থেকে গ্রামে বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে। সেই রকমই রবিবার বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছিল। পশ্চিমবঙ্গ সরকারের নিবন্ধীকৃত এই সংস্থা  বর্ধমান শহরের নুতনগজ্ঞ এলাকার দিঘীরপুলে অবস্থিত ক্লাবটি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত। বিগত বারো বছর ধরে এই ক্লাব গর্বের সাথে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। বর্তমানে কোভিড ১৯ এবং আমফানের কারণে সৃষ্ট বিপুল রক্তের চাহিদা মেটাতে একই ভাবে এগিয়ে এসেছে।  বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাব রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে


রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী খোকন দাস, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ গদাধর মুখার্জী, ক্লাবের সভাপতি সুভাষ মুখার্জী সহ অন্যান্য সম্মানীয় অতিথি বর্গ।
সরকারি সমস্ত নিয়ম মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। মহিলা রক্ত দাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতো।


ক্লাবের সম্পাদক সম্রাট সিনহা প্রত্যেক রক্তদাতাকে উপহার স্বরূপ একটি করে চারা গাছ প্রদান করেন। এছাড়াও প্রত্যেক দাতাকে ক্লাবের তরফ থেকে একটি করে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করা হয়।