Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দলীয় কর্মসূচি অনুযায়ী মেমারি শহর জুড়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিক্ষোভ



দলীয় কর্মসূচি অনুযায়ী মেমারি শহর জুড়ে 
কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিক্ষোভ

সেখ সামসুদ্দিন : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছে। সপ্তাহব্যাপী এই আন্দোলনের ডাক দিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলাতেও প্রতিটি ব্লকে, পুর এলাকায় এবং প্রতিটি গ্রামে চলছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন। সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার মেমারি থানার বিপরীতে দি সেন্ট্রাল কো-অপারটিভ ব‍্যাঙ্ক লিমিটেডের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এখানে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম, পুরসভার সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত, বিদায়ী কাউন্সিলার সামশুল হক মির্জা, মানসুরা বেগম, রূপা খাঁড়া সহ নেতৃত্ববৃন্দ।



অন্যদিকে শ্রীধরপুর কো-অপারেটিভ ব‍্যাঙ্ক লিমিটেড এর সামনে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেমারি শহর সভাপতি তথা পুরপ্রশাসক স্বপন বিষয়ী সহ অন‍্যান‍্য কাউন্সিলাররা। এছাড়া তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা যুব সাধারণ সম্পাদক আশিষ ঘোষ দস্তিদার সহ অন্যান্য নেতৃত্ব।  মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও এদিন আমাদপুর কো-অপারেটিভ, মেয়াদি জিটি রোড চেকপোস্টে বর্ধমান এগ্রি. মার্কেটিং কো-অপারেটিভ লিঃ  এবং গন্তার  ইউ সি এ সি এস লিঃ এর সামনে বিক্ষোভ প্রদর্শন চলে। নেতৃত্বে ছিলেন দলের মেমারি ১ ব্লক  সভাপতি মধুসূদন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।