দলীয় কর্মসূচি অনুযায়ী মেমারি শহর জুড়ে
কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিক্ষোভ
সেখ সামসুদ্দিন : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছে। সপ্তাহব্যাপী এই আন্দোলনের ডাক দিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলাতেও প্রতিটি ব্লকে, পুর এলাকায় এবং প্রতিটি গ্রামে চলছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন। সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার মেমারি থানার বিপরীতে দি সেন্ট্রাল কো-অপারটিভ ব্যাঙ্ক লিমিটেডের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এখানে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম, পুরসভার সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত, বিদায়ী কাউন্সিলার সামশুল হক মির্জা, মানসুরা বেগম, রূপা খাঁড়া সহ নেতৃত্ববৃন্দ।