Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি'র পার্টি অফিস তৈরি করা নিয়ে ধুন্ধুমার কান্ড


বিজেপির পার্টি অফিস করা নিয়ে ধুন্ধুমার কান্ড 

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের আঝাপুরে মসাগ্রাম সংলগ্ন জাতীয় সড়কের চৌমাথার কাছে বিজেপি'র পার্টি অফিস করাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি'র মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। ওই জায়গায় বিজেপি দলের কর্মী সমর্থকরা পার্টি অফিস করবে বলে জিনিসপত্র নিয়ে হাজির হলে বাঁধা দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তার ফলে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বিজেপি কর্মী সমর্থকরা জানায় তারা পার্টি অফিস করতে গেলে তৃণমূলের গুন্ডা বাহিনী বাধা দেয়। জোর করে তাদের পার্টি অফিস করতে দেওয়া হলো না। তৃণমূলের পক্ষ থেকে ডা: প্রতাপ রক্ষিত জানান যে জায়গাটায় বিজেপি'র লোকেরা পার্টি অফিস তৈরি করতে যাচ্ছিল সেটা একটা ডিসপুট জায়গা। জায়গাটার কোনো ফয়সালা এখনো হয়নি। তাই ওই জায়গায় জোর করে পার্টি অফিস করতে দেওয়া হবে না। পুলিশ সূত্রের খবর এলাকায় পার্টি অফিস তৈরি করা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে  ঝামেলা হয়েছিল। তবে তা মিটে গেছে।