চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বিজেপি'র পার্টি অফিস তৈরি করা নিয়ে ধুন্ধুমার কান্ড


বিজেপির পার্টি অফিস করা নিয়ে ধুন্ধুমার কান্ড 

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের আঝাপুরে মসাগ্রাম সংলগ্ন জাতীয় সড়কের চৌমাথার কাছে বিজেপি'র পার্টি অফিস করাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি'র মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। ওই জায়গায় বিজেপি দলের কর্মী সমর্থকরা পার্টি অফিস করবে বলে জিনিসপত্র নিয়ে হাজির হলে বাঁধা দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তার ফলে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বিজেপি কর্মী সমর্থকরা জানায় তারা পার্টি অফিস করতে গেলে তৃণমূলের গুন্ডা বাহিনী বাধা দেয়। জোর করে তাদের পার্টি অফিস করতে দেওয়া হলো না। তৃণমূলের পক্ষ থেকে ডা: প্রতাপ রক্ষিত জানান যে জায়গাটায় বিজেপি'র লোকেরা পার্টি অফিস তৈরি করতে যাচ্ছিল সেটা একটা ডিসপুট জায়গা। জায়গাটার কোনো ফয়সালা এখনো হয়নি। তাই ওই জায়গায় জোর করে পার্টি অফিস করতে দেওয়া হবে না। পুলিশ সূত্রের খবর এলাকায় পার্টি অফিস তৈরি করা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে  ঝামেলা হয়েছিল। তবে তা মিটে গেছে।


Post a Comment

0 Comments