Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

করোনা সংকটে জামালপুরে রক্তদান শিবির


করোনা সংকটে জামালপুরে রক্তদান শিবির

অতনু হাজরা, জামালপুর : দেশ জুড়ে করোনা সংকটের জেরে লকডাউনে রক্ত সংকট চলছে। আর এই রক্ত সংকট মেটাতে প্রথম এগিয়ে আসে পুলিশ প্রশাসন। পরে অনেক স্বেচ্ছাসেবী সংস্থ ও ক্লাব এগিয়ে আসে। বৃহস্পতিবার  পূর্ব বর্ধমান জেলার  জামালপুরের সেলিমাবাদে কাজী মহল্লা পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করে কয়েকজন যুবকের তৈরি সংগঠন 'স্প্রেড ইওয়র হ্যান্ডস'। এই রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহিত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। উদ্যোক্তাদের পক্ষ থেকে শেখ নাসিরুল জানান এই লকডাউনের সময় তারা বিভিন্ন ভাবে অসহায় মানুষদের  পাশে দাঁড়িয়েছেন। খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। আর আজ রক্তসংকট মেটাতে তাঁরা রক্তদান শিবির করলেন। তিনি জানান সরকারি নিয়ম মেনে ৩০ জন রক্তদাতা দিলেন। কিন্তু এর অনেজ বেশি লোক রক্ত দিতে সম্মত হয়েছিলেন।


  উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তিনি রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুন কুমার সোম, জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ আরো অনেকে। মেহেমুদ খান বলেন এই সময় রক্তদান শিবির করা মানে সত্যিই খুব ভালো কাজ। তিনি তাদের সকলকে ধন্যবাদ জানান। ওসি অরুন কুমার সোম স্প্রেডস ইওয়র হ্যান্ডসের সদস্যদের কাজের প্রশংসা করেন।